কিভাবে অর্ডার করতে হয়?
ওজেরিও তে অর্ডার করতে হলে আপনাকে মোবাইল হলে ডান পাশের উপরে সেটিং বাটন এ ক্লিক করে সাইনআপ এ ক্লিক করতে হবে কম্পিউটার হলে সাইনআপ এ ক্লিক করতে হবে . সাইনআপ পেজে গুগল অথবা ফেইসবুক এ ক্লিক করে লগইন করতে হবে. যে প্রোডাক্ট খুজতেছেন তার নাম লিখে সার্চ অপসন এ সার্চ করুন। প্রোডাক্ট এর উপরে শপিং কার্ট অথবা প্রোডাক্ট এর পাশে অথবা নিচে অ্যাড টু কার্ট বাটন এ ক্লিক করে প্রোডাক্ট শপিং ব্যাগ এ যুক্ত করতে হবে. অ্যাড টু কার্ট হলে ডান পাশের থেকে সাইট কার্ট ওপেন হবে তখন চেকআউট ক্লিক করতে হবে. চেকআউট পেজ এ গিয়ে আপনার নাম ঠিকানা এড্রেস পূরণ করে শিপিং মেথোড এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে প্লেস অর্ডার এ ক্লিক করে অর্ডার প্লেস করতে হবে.
প্রোডাক্ট অরিজিনাল হবে?
ওজেরিও কোনো রেপ্লিকা অথবা ডুব্লিকেট অথবা নকল পণ্য বিক্রয় করে না. সুতরাং ওজেরিও তে অর্ডার করলে আপনি সব পণ্য অরিজিনাল পাবেন।
আপনাদর ওয়েবসাইটে সব প্রোডাক্ট এর দাম এতো কম কেন?
ওজেরিও চীন, থাই এবং ইংল্যান্ড থেকে পার্সোনাল শিপমেন্ট এর মাধমে পণ্য নিয়ে আসে। সতরাং ব্যাবসার মাজে কোনো মিডিয়া না থাকায় ওজেরিও তে পণ্যের দাম অন্যদের তুলনায় অনেক কম. এছাড়াও ওজেরিও একক ভেন্ডর ওয়েবসাইট হওয়াতে কাউকে কোনো কমিশন দিতে হয় না. সে জন্য ওজেরিও তে সকল অরিজিনাল পণ্য অনেক কম দামে পাওয়া যায়.
কত দিনে ডেলিভারি হবে?
ওজেরিও তে অর্ডার করার পর ঢাকা সিটি তে ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মাজে ডেলিভারি হয়. ঢাকা সিটি এর বাহিরে পাঠাও, রেডক্স, সুন্দরবন এর মাধমে সারা দেশে ডেলিভারি করা হয়. মাঝে মাঝে প্রোডাক্ট স্টক থাকা সাপেক্ষে অর্ডার এর ডেলিভারি পেতে বিলম্ব হতে পারে। আবার ডেলিভারি কোম্পানি এর কারণে বিলম্ব হতে পারে
ডেলিভারি চার্জ কত?
আমাদের ঢাকা সিটি ডেলিভারি চার্জ ৬০ টাকা ১ কেজি পর্যন্ত, এর পর পরবর্তী প্রতি কেজি ১৫ টাকা। আউটসাইড ঢাকা সিটি ১২০ টাকা থেকে ডেলিভারি চার্জ শুরু। আইশ্যাডোও এবং গ্রোসারী প্রোডাক্ট এর ডেলিভারি চার্জ এর জন্য ওজেরিও পেজ এ ম্যাসাজ দিয়ে জানবেন।
ক্যাশ অন ডেলিভারি হবে?
আমাদের ক্যাশ অন ডেলিভারি শুদু মাত্র ঢাকা সিটি ক্ষেত্রে প্রযোজ্য। আউটসাইড ঢাকা সিটি এর ক্ষেত্রে শুদু মাত্র ১০০ টাকা প্রদান সাপেক্ষে অন ডেলিভারি তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ১০০ টাকা অর্ডার কনফার্মেশন এর জন্য প্রদান করতে হবে. যা পরবর্তীতে ডেলিভারি সময় সমন্বয় করা হবে. আপনি যদি প্রোডাক্ট রিসিভ না করেন তাহলে ১০০ টাকা ও ফেরৎ যোগ্য বলে বিবেচিত হবে.
আপনাদের কোনো শোরুম আছে?
জি আমাদের ঢাকা এবং চিটাগং এ শোরুম আছে। কন্টাক্ট পেজ এ গিয়ে শোরুম এর এড্রেস দেখতে পাবেন।
পেমেন্ট মেথোড কি কি ?
আপনি আমাদের ওয়েবসাইট এ ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ, ডেভিট কার্ড , ক্রেডিট কার্ড , ব্যাঙ্ক ট্রান্সফার এর মাধমে পেমেন্ট করতে পারবেন
প্রোডাক্ট কাজ করে?
প্রোডিউসট কাজ করে কি করে না এই দায়বার ওজেরিও রাখে না. ওজেরিও শুদু মাত্র বিক্রয় প্রতিনিধি। আমরা শুদু মাত্র অরিজিনাল প্রোডাক্ট এর নিশ্চয়তা দিয়ে থাকি। যেহেতু প্রোডাক্ট অরিজিনাল সুতরাং কাজ করবে এইটা স্বাবাবিক
কোন কোন ব্র্যান্ড এর প্রোডাক্ট পাওয়া যায়?
আমাদের কাজে চীন, থাই, ইংল্যান্ড এবং আমেরিকা ইত্যাদি দেশের নাম করা ব্র্যান্ড এর অরিজিনাল প্রোডাক্ট সুলভ মূল্যে পাওয়া যায়